প্রতিবছর নভেম্বর ১৩-১৯ তারিখ আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার সচেতনতা সপ্তাহ হিসেবে পালন করা হয়। আমাদের সমাজে হিজড়া/ট্রান্সজেন্ডার মানুষদের গ্রহণযোগ্যতা অনেক কম। সেজন্য সাদা, আশার আলো যুব কল্যাণ সংঘ এবং হিজড়া যুব কল্যাণ সংস্থা “আমরা সবাই মানুষ” শিরোনামে এই সম্প্রদায়ের মানুষের ছোট গল্প ও সমাজের অন্যান্য মানুষদের ভাবনা নিয়ে সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইন আয়োজন করেছে। ট্রান্স/হিজড়া মানুষদের সম্পর্কে জানি, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই।













