বাল্যবিবাহ নারীর এগিয়ে চলার পথে বড় বাঁধা হিসেবে কাজ করে। দারিদ্র ও অশিক্ষা বাল্যবিবাহের মূল কারণ হলেও পিতামাতার মন মানসিকতা ও সামাজিক কুপ্রথা থেকে বাল্যবিবাহের চর্চা চলে আসছে। শিশু বিবাহ যে শিশুটির উপর এক ধরণের যৌন নির্যাতন, এই বিষয়টিকে অস্বীকার করে দেশের নানাপ্রান্তে বেশিরভাগ মানুষই এই বাল্য বিবাহ প্রথা চর্চা করছে যা সমাজে একজন নারীর অসম অবস্থানকে প্রতিফলন করে। দেশে বাল্যবিবাহ প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে এবং প্রতিনিয়তই বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের আহবান, শাস্তির ব্যবস্থাসহ সচেতনতার জন্য নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। আমাদের সদিচ্ছাই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করে মেয়েদের সুন্দর একটি ভবিষ্যত নিশ্চিত করতে।
বাল্যবিবাহ রোধ করি, মা ও নবাগত শিশুর সুস্থ জীবন গড়ি।